প্রথম পাতা খবর একের পর এক বিস্ফোরণকাণ্ড, নিষিদ্ধ বাজির খোঁজে রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা পুলিশের

একের পর এক বিস্ফোরণকাণ্ড, নিষিদ্ধ বাজির খোঁজে রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা পুলিশের

513 views
A+A-
Reset

কলকাতা: এগরা, বজবজ, ইংরেজবাজার- একের পর এক বিস্ফোরণ কাণ্ড। প্রাণ গিয়েছে অনেকের। নিষিদ্ধ বাজির খোঁজে রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা পুলিশের। দত্তপুকুর, আমডাঙা, বেলঘরিয়া এবং নদিয়ায় উদ্ধার ব্যাপক পরিমাণ নিষিদ্ধ বাজি।

ইতিমধ্যেই নবান্নর তরফে বেআইনি বাজির কারখানা বন্ধ করতে কড়া নির্দেশিকা জারিও করা হয়েছে। সেই মতো তৎপর হয়েছে পুলিশ। জেলায়-জেলায় চলছে ধরপাকড়। শুধুমাত্র উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় ৩০০ কেজি বাজি-সহ টিঙ্কু মজুমদার নামে একজনকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ।

সোমবার সন্ধেয় দত্তপুকুর থানার নীলগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া শব্দবাজির পরিমাণ প্রায় দশ টন বলেই পুলিশ সূত্রে খবর। বেআইনিভাবে বাজি মজুত রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পাশাপাশি, আমডাঙা থানার হামিদপুর এলাকায় হানা দিয়ে ৩১ কেজি শব্দবাজি উদ্ধার করে পুলিশ। বাড়িতে বেআইনিভাবে বাজি মজুত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ নুরুদ্দিনক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.