প্রথম পাতা খবর টিটাগড়ের স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪

টিটাগড়ের স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪

309 views
A+A-
Reset

ব্যারাকপুর: ক্লাস চলাকালীন টিটাগড়ের একটি স্কুলে বোমাবাজির ঘটনায় গ্রেফতার চার। বিশ্বকর্মা পুজোর দিন স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শনিবার রাতে এক জনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর রবিবার ভোরে আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হওয়া ওই চার যুবকের নাম মহম্মদ আয়রন, শেখ বাবলু, মহম্মদ সাদিক এবং রোহন। ধৃত তাঁদের প্রত্যেকেরই বয়স ১৮-১৯ বছরের আশপাশে। আটক ওই যুবকরা প্রত্যেকেই স্থানীয় বলেই জানা গিয়েছে।

পুলিশের দাবি, ধৃতদের মধ্যে একজন স্কুলেরই প্রাক্তন ছাত্র। নিজের স্কুলে ওই প্রাক্তন ছাত্র কেন বোমাবাজি করল, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্য দিকে, টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এই মর্মে তিনি চিঠি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

উল্লেখ্য, শনিবার পৌনে ১২টা নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল। সে সময় ক্লাস চলছিল। হুড়মুড় করে বেরিয়ে আসেন পড়ুয়া ও শিক্ষকরা। ছাদে গিয়ে দেখা যায়, তাজা বোমার দাগ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি, স্প্লিন্টার।

আরও পড়ুন: ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ, চাঞ্চল্য টিটাগড়ে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.