দায়িত্ব পেয়েই তৎপর বিবেক দুবে, রবিবার আসছেন রাজ্যে

ওয়েবডেস্ক : দায়িত্ব পাওয়ার পরই রাজ্যে আসছেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। রবিবার দুপুরে মধ্যেই তিনি শহরে পৌঁছে যাবেন। ২০১৯ এর লোকসভা ভোটেও বাংলার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন এই দুঁদে আইপিএস।

বাংলার ঘাঁটি তাঁর বেশ খানিকটা চেনা। কিন্তু বিধানসভা ভোটের আগে আরও বহু এলাকার পরিস্থিতি বুঝে নিতে আগেভাগেই বঙ্গে পা রাখছেন বিবেক দুবে।

কমিশন সূত্রে খবর, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিরাপত্তাবাহিনীর সমন্বয়ের ভারও নেবেন তিনি।

বাংলার ৮ দফা ভোট হবে পর্যবেক্ষক অজয় নায়েকের তত্বাবধানে। সঙ্গে রয়েছেন দুই বিশেষ পর্যবেক্ষক এবং এক পুলিশ পর্যবেক্ষক। শুক্রবার বিকেলে কমিশনের এই ঘোষণার পরই বাংলায় আসার পরিকল্পনা করে ফেলেছেন বিবেক দুবে।

আরও পড়ুন : কাকে সুবিধা দেওয়ার জন্যে বাংলায় ৮ দফায় ভোট? সাংবাদিক বৈঠকে তীব্র আক্রমণ মমতার

রবিবার দুপুরের মধ্যে তিনি পা রাখবেন শহরে। তারপর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বুঝে নেবেন দায়িত্ব।

এ বছর রাজ্যে সুষ্ঠভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। কীভাবে কোথায় তা মোতায়েন করা হবে, সঙ্গে রাজ্য পুলিশ কীভাবে কাজ করবে, এবার আর সেই দায়িত্ব শুধুই রাজ্য প্রশাসনের নয়।

রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয় করে কাজ হবে। সেই সমন্বয়ের কাজটি করতে পারেন বিবেক দুবে। 

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন