দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের আক্রা সন্তোষপুর এলাকায় সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষের জেরে বদল করা হল থানার আইসি-কে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে দার্জিলিংয়ে ইন্সপেক্টর অব পুলিশ করে পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়।
একই সঙ্গে বদল হয়েছে মহেশতলার এসডিপিও পদেও। কামরুজ্জামান মোল্লাকে স্টেট আর্মস পুলিশের থার্ড ব্যাটেলিয়নে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় এসডিপিও হচ্ছেন রাজারহাট থানার প্রাক্তন আইসি সৈয়দ রেজাউল কবির।
বুধবার রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ইটবৃষ্টি, বাইক পোড়ানো, দোকান ভাঙচুর হয়। আহত হন এক মহিলা পুলিশকর্মী-সহ একাধিক পুলিশ। বেশ কিছু দোকানে লুঠপাট ও সিসিটিভি ক্যামেরা ভাঙার অভিযোগও উঠেছে।
ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কলকাতা ও রাজ্য পুলিশ। অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও ঘটনার তদন্ত NIA-র হাতে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
বদলি ঘিরে নতুন করে রাজনীতির আঁচ লাগলেও পুলিশের দাবি, এটি নিছক ‘রুটিন বদলি’। অশান্তির ঘটনার সঙ্গে এই রদবদলের কোনও সম্পর্ক নেই।