কলকাতা: রবিবার গঙ্গার ঘাটে পুজো দিতে এসে বিপত্তি। নিমতলা ঘাটে গঙ্গায় পড়ে গেল আস্ত একটি গাড়ি। ওই গাড়ির মধ্যেই ছিল এক কিশোর। অল্পের জন্য প্রাণরক্ষা হল কিশোরের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ। উদ্ধারকারী দল গঙ্গায় নেমে গাড়িটিকে তোলার চেষ্টা শুরু করে। বড় ক্রেন নিয়ে আসা হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীও উপস্থিত ছিল। আনুমানিক প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় গাড়িটিকে গঙ্গা বক্ষ থেকে তোলা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকা থেকে গাড়ি করে ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসে এক পরিবার। ওই পরিবারের সদস্যেরা মন্দিরে পুজো দিতে গেলেও বাড়ির ছোট ছেলে গাড়িতেই ছিল। সে সময়ই দুর্ঘটনা ঘটে।
পরিবারের এক সদস্য জানান, বাচ্চাটি সুস্থ আছে। তাকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কোনওভাবে গাড়িটি গড়িয়ে গঙ্গায় চলে যায়।