পার্কস্ট্রিটের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে হিরে ও সোনার গয়না চুরির অভিযোগে তদন্ত চালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক মহিলা ব্যাঙ্ককর্মী মৌমিতা শী ও তাঁর দাদা মিঠুন শী।
অভিযোগ, এই চুরির ঘটনা একক নয়, আরও অনেক লকার থেকে সম্পত্তি আত্মসাৎ করেছেন তাঁরা। তদন্তে নেমে কসবার একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার হিরে ও সোনা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৌমিতা শীকে জিজ্ঞাসাবাদের পর বোসপুকুর রোডে তল্লাশি চালিয়ে ২৭টি হিরের গয়না, যার মধ্যে রয়েছে ব্রেসলেট, নেকলেস, আংটি, উদ্ধার করা হয়েছে। এগুলির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। এছাড়া ১০টি সোনার গয়না, ১১টি সোনার বার, ও ৬টি সোনার কয়েন পাওয়া গেছে। মোট বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, ২২ জানুয়ারি পর্যন্ত অভিযুক্তদের হেফাজতে রেখে তদন্ত চালানো হবে। আরও লকার চুরির ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।