ভোররাতে মুম্বইয়ের অভিজাত এলাকায় অভিনেতা সইফ আলি খান ও করিনা কপূর খানের বাড়িতে ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বাড়িতে ঢুকে সইফের উপর ছুরি দিয়ে হামলা চালায়। গুরুতর আহত সইফের হাতে ছ’বার ছুরির আঘাত লাগে। বর্তমানে তিনি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অস্ত্রোপচার চলছে বলে জানা গিয়েছে।
মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানিয়েছেন, “অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেন এবং হাতাহাতির সময় সইফ গুরুতর আহত হন। তদন্ত চলছে এবং শীঘ্রই ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।”
অভিনেতার টিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সইফ তাঁর অনুরাগীদের ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর অনুরোধ করেছেন। হাসপাতাল থেকে অভিনেতার স্বাস্থ্যের বিষয়ে পরবর্তী আপডেট জানানো হবে।
এই ঘটনার সময় করিনা কপূর খান বাড়িতে উপস্থিত ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। মুম্বই পুলিশ বর্তমানে ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে।