প্রথম পাতা খবর কালীপুজোয় বাজি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে নজরদারি, কলকাতায় মোতায়েন সাড়ে চার হাজার পুলিশকর্মী

কালীপুজোয় বাজি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে নজরদারি, কলকাতায় মোতায়েন সাড়ে চার হাজার পুলিশকর্মী

289 views
A+A-
Reset

কলকাতা: আলোর উৎসব দীপাবলিতে পরিবেশবান্ধব বাজি পোড়াতে হবে। বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই জানিয়েছে রাজ্য পরিবেশ দফতর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে। আলোর উৎসবে কোনো রকমের অপরাধ যাতে না ঘটে সেজন্য সব রকমের প্রস্তুতি রেখেছে কলকাতা পুলিশও। শব্দবাজি বা পরিবেশ দূষণকারী বাজি বিক্রি বা কেনার উপরেও রয়েছে কড়া নজর।

এ বছর সারা রাজ্যেই শব্দবাজি বিক্রির উপর কড়া নজর রাখছে পুলিশ-প্রশাসন। শহর ও শহরতলি এলাকায় নিয়মিত টহলদারি চলছে পুলিশের। দীপাবলিতে বাজির ব্যবহার নিয়ে হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে পুলিশকে। সবুজ বাজি বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে রাজ্যের সঙ্গে দুই কেন্দ্রীয় এজেন্সিকেও নজরদারির দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাজারে যাতে সবুজ বাজি বা পরিবেশবান্ধব বাজিই বিক্রি হয়, তা নিশ্চিত করার ভার দেওয়া হয়েছে পুলিশকে। সেই কারণেই বাড়তি উদ্যোগ নিয়ে রাজ্য জুড়ে উৎসবের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পরিবেশ দফতর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, দীপাবলির দিন দু’ঘণ্টা পরিবেশবান্ধব বাজি বা গ্রিন ফায়ার ক্র্যাকার্স পোড়ানো যাবে। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সেই সময় বেঁধে দেওয়া হয়েছে।

এ দিকে, কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, উৎসবের দিনে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে শহরকে রাখতে সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন রাখা হবে। শুধু শব্দবাজি নিয়ন্ত্রণ নয়, জোরে গানবাজনার ওপরও কড়া নজর রাখতে হবে ক্লাবগুলিকে। যে কোনওরকমের অশান্তি হলেই স্থানীয় থানা, ফাঁড়ি ও পিকেটে থাকা পুলিশ কর্মীদের জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। এর পাশাপাশি বিসর্জনের দিনও বিশেষ ব্যবস্থা থাকছে। সেদিন আরও বাড়তি পাঁচশো পুলিশ নিরাপত্তার দায়িত্বে রাখা হবে বলেই খবর।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, রাজ্যের কোন জেলায় কতটা প্রভাব পড়বে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.