নবান্নে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যসচিব ও রাজ্যের ডিজি। ছবি: রাজীব বসু
কলকাতা: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, অভিযোগ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। অন্যদিকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি, ‘‘আমাদের আন্দোলন সম্পূর্ণ ভাবে অরাজনৈতিক।”
বুধবার দ্বিতীয় বার ই মেল করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার আহ্বান জানায় নবান্ন। বেশ কিছু শর্ত আরোপ করে আলোচনায় বসতে রাজি হন আন্দোলনকারীরা। এর পরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
বুধবার চন্দ্রিমা বলেন, “এটা কি খুব স্বাভাবিক ঘটনা? এর মধ্যে কি কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মনে হচ্ছে তেমনই। আজকের মেইলের উত্তরে যে মেইল ওনারা করলেন, সেখানে কিছু শর্ত দেওয়া হলো। রাজ্য সরকার খোলা মনেই আলোচনায় বসতে চায়। আমরা চাই ওই মেয়েটির পরিবার বিচার পাক। কিন্তু যেভাবে শর্ত আরোপ করা হয়েছে তাতে মনে হচ্ছে পিছনে কোনও রাজনীতির খেলা রয়েছে।”
এর পালটা অবশ্য এসেছে চিকিৎসকদের তরফেও। আন্দোলনকারীদের তরফে কিঞ্জল নন্দ জানান, “সবার কোনও না কোনও রাজনৈতিক সত্ত্বা থাকে। আমাদেরও আছে। কিন্তু এই আন্দোলন রাজনীতির নয়। এটা মনুষ্যত্বের আন্দোলন।”