Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দিল্লি থেকে চিঠি, বাংলায় এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা জোরাল - NewsOnly24

দিল্লি থেকে চিঠি, বাংলায় এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা জোরাল

বিহারে শুরু হওয়া বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ঘিরে জল্পনা এবার বাংলায়। মৃত বা নিখোঁজ ভোটারদের চিহ্নিত করে ভোটার তালিকা শুদ্ধিকরণের যে কাজ নির্বাচন কমিশন শুরু করেছে, সেই প্রক্রিয়া এবার ছড়িয়ে পড়তে চলেছে গোটা দেশে। দিল্লির নির্বাচন কমিশনের দফতর থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে সেই ইঙ্গিত মিলেছে।

চিঠিতে স্পষ্ট নির্দেশ, বিহারের মতো দেশের সব রাজ্যেই এসআইআরের প্রস্তুতি নিতে হবে। সেই অনুযায়ী রাজ্যেও প্রস্তুতি শুরু করার কথা বলা হয়েছে। বিএলও বা ব্লক লেভেল অফিসার নিয়োগের নির্দেশ এসেছে। বলা হয়েছে, প্রতিটি থানায় একজন করে বিএলও এবং প্রতি ১০টি থানায় একজন বিএলও সুপারভাইজার নিয়োগ করতে হবে। এই কাজে রাজ্য সরকারি কর্মীদের যুক্ত করা হবে।

ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ্যের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করেছে। ১০৯টি বিধানসভা কেন্দ্রের নাম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় নাম থাকা ভোটাররা আপাতত নিশ্চিন্ত। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া— একাধিক জেলার বহু বিধানসভা কেন্দ্র এই তালিকায় রয়েছে।

এদিকে, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। তবে তার মধ্যেই নির্বাচন কমিশনের এই তৎপরতা থেকে স্পষ্ট, বাংলা-সহ অন্যান্য রাজ্যেও সমীক্ষা শুরু এখন সময়ের অপেক্ষা।

Related posts

নতুন বছরে উত্তরবঙ্গের জন্য বড় উপহার, শিলিগুড়ি থেকে দিঘা প্রথম ‘ভলভো স্লিপার’ বাস চালু

ব্রিগেডে সভার অনুমতি পেল না হুমায়ুন কবীরের দল, মুর্শিদাবাদে ১০ লক্ষ জমায়েতের হুঁশিয়ারি

প্ররোচনায় পা দেবেন না, শান্তি বজায় রাখুন, বেলডাঙার অশান্তি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর