Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভোট পরবর্তী হিংসায় জামিন ৪ অভিযুক্তের, বড় ধাক্কা সিবিআইয়ের - NewsOnly24

ভোট পরবর্তী হিংসায় জামিন ৪ অভিযুক্তের, বড় ধাক্কা সিবিআইয়ের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে ঘটে যাওয়া একাধিক হিংসার ঘটনায় প্রথম জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ভোট পরবর্তী হিংসায় কৃষ্ণনগরে গ্রেফতার হওয়া চার অভিযুক্ত অপু মুখার্জি (বাবুসোনা), আজহার শেখ, রাজেন্দ্র শর্মা, এবং সুরেশ লালাকে তিন বছর জেলবন্দি থাকার পর অবশেষে জামিন দিল শীর্ষ আদালত।

সিবিআই-এর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে জামিনের বিরোধিতা করে জানান, অভিযুক্তরা খুনের অপরাধে অভিযুক্ত এবং তাদের জামিনে মুক্তি পাওয়া উচিত নয়। সিবিআইয়ের মতে, অভিযুক্তরা অস্ত্র ব্যবহার করেছে এবং হিংসায় বুলেট আঘাতের ঘটনা ঘটেছে।

তবে সুপ্রিম কোর্ট জানায়, তিন বছর ধরে অভিযুক্তরা কারাগারে থাকলেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি এবং এতদিনে ৭৩ জন প্রত্যক্ষদর্শীর মধ্যে মাত্র ৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এই পর্যবেক্ষণকে ভিত্তি করে বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ মসিহ জামিন মঞ্জুর করেন।

সুপ্রিম কোর্ট জানায়, জামিনের শর্তাবলী নির্ধারণ করবে ট্রায়াল কোর্ট। বিচারপতিরা স্পষ্ট জানান যে, এই জামিনের নির্দেশ অন্যদের ক্ষেত্রে ট্রায়াল কোর্টকে প্রভাবিত করবে না।

Related posts

সিঙ্গুরে মোদীর সভা ঘিরে জমি বিতর্ক, সম্মতি ছাড়াই ‘টাটার মাঠ’ ব্যবহারের অভিযোগ

শুনানিতে আর গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, চিঠি দিয়ে জানাল কমিশন

আইপ্যাক কাণ্ডে সবপক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের, ২ সপ্তাহে জবাব তলব, ইডির বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ