কলকাতা: চলমান লোকসভা ভোটের আবহে নতুন করে চাঞ্চল্য ছড়াল রহস্যজনক পোস্টার। ওই পোস্টারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
শুক্রবার সকালে আচমকা সাদার উপর সবুজ কালিতে লেখা একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মমতা ও অভিষেকের নামে হুমকি রয়েছে পোস্টারে। ওই পোস্টারটি উদ্ধার হয় হাওড়ার উলুবেড়িয়ায়। পোস্টারটি দেখতে পান স্থানীয়রাই। এর পর পোস্টারটির কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়।
পোস্টারে লেখা হয়েছে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করিব। সবাই প্রদীপ জ্বালাবে।” ওই পোস্টারে একটি চিঠির কথাও উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, “আমার গোপন চিঠি আছে পড়ে নেবে।” সঙ্গে রয়েছে একটি চিঠি।
এই পোস্টারের নেপথ্যে কে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, পুলিশের তরফে জানানো হয়েছে, চিঠিতে কী লেখা আছে সেটা এখনও স্পষ্ট নয়।