ডেস্ক: দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এদিন ১১৯ জন পদ্মসম্মান প্রাপকদের সম্মানিত করা হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন প্রাপকদের হাতে তুলে দেন এই সম্মান। পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ও সুষমা স্বরাজ। অরুণ জেটলির তরফে এই সম্মান গ্রহণ করেন তাঁর স্ত্রী সঙ্গীতা জেটলি ও সুষমা স্বরাজের তরফে এই সম্মান গ্রহণ করেন তাঁর মেয়ে বাঁসুরি স্বরাজ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
২০২০ সালের ২৬ জানুয়ারি ঘোষণা করা হয়েছিল পদ্মসম্মান প্রাপকদের নামের তালিকা।এইদিন দুটি পর্বে ভাগ করে অনুষ্ঠান পর্ব অনুষ্ঠিত হয়।
পদ্মবিভূষণ যাঁরা পেলেন:
১) হিন্দুস্তানি সঙ্গীত শিল্পী চান্নুলাল মিশ্র
পদ্মভূষণ পেলেন:
১) ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু
২) অলিম্পিয়ান বক্সার মেরি কম
পদ্মশ্রী পেলেন:
১) এয়ার মার্শাল ড: পদ্মা বন্দ্যোপাধ্যায়
২) মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল
৩)অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত
৪) সঙ্গীতশিল্পী আদনান শামি
৫) ড. রামন গঙ্গাখেদকর
৬)পরিচালক করণ জোহর
৭)প্রযোজক একতা কাপুর
৮)প্রয়াত সঙ্গীতশিল্পী এস পি বালাসু
এই বছর মোট ১১৯ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে যার মধ্যে সাত জন পদ্ম বিভূষণ ও দশ জন পদ্মভূষণ এবং ১০২ জন পদ্মশ্রী সম্মান প্রাপক।এছাড়াও ১৬ জন মরণোত্তর সম্মান প্রাপক ও রয়েছেন।
উল্লেখ্য , ১৯৫৪ সাল থেকে এই সম্নান দেশে প্রচলিত । মূলত, নরেন্দ্র মোদী সরকারের তরফে জানানো হয়েছে, দেশের অচেনা , অজানা প্রতন্য এলাকার মানুষ যাঁরা দেশের সেবায় একরোখা ভাবে কাজ করছেন , তাঁরা এই সম্মানের অংশিদার হবেন। এক কথায় দেশের আনসাং হিরোদের সম্মান দিতে প্রস্তুত কেন্দ্র। সেই জায়গা থেকে পদ্ম সম্মানের গুরুত্ব অপরিসীম।