রাজ্য সরকারের চাপ এবং সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে অবশেষে পিছু হটল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার বর্ধমানের বেচারহাটে এক দীর্ঘ বৈঠকের পর সমিতির পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকে কর্মবিরতি তুলে নেওয়া হবে। এর ফলে হিমঘর থেকে আলু সরবরাহ পুনরায় শুরু হবে এবং বাজারে জোগানের সমস্যা মিটবে।
কর্মবিরতির ডাক দেওয়ার কারণে এদিন বাজারে আলুর দাম বেড়ে যায়। জ্যোতি আলু ৩৬ টাকা এবং চন্দ্রমুখী আলু ৪০ টাকায় বিক্রি হয়। তবে ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে সরবরাহ স্বাভাবিক হওয়ায় দাম আবার কমার সম্ভাবনা রয়েছে।
বর্ডার সংক্রান্ত সমস্যার প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তাদের সঙ্গে সহমত ছিল হিমঘর মালিক অ্যাসোসিয়েশনও। ফলে, পূর্ব বর্ধমানের কোনও হিমঘর থেকে আলু বের হয়নি। তবে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির সভাপতি লালু মুখোপাধ্যায় বলেন, “সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে আমরা কর্মবিরতি তুলে নিচ্ছি।”
এখন আলুর জোগান স্বাভাবিক হলে বাজারে দাম কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে বলে আশা করা যাচ্ছে।