শনিবার রাত থেকে আবারও ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের

কলকাতা: শনিবার রাত থেকে আবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এর আগে ২০ জুলাই থেকে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘট শুরু করেছিল তারা। ফের প্রতিবেশী রাজ্যের বাজারে আলু পাঠানোর ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা না কাটায় ধর্মঘটের সিদ্ধান্ত।

ধর্মঘটের জেরে বাজারে আলুর জোগানে টান পড়ার আশঙ্কা রয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের দাবি, রাজ্যের দুই মন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশের হেনস্তার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন।

সংগঠনের অভিযোগ, এর আগের বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে, সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, সরকার আলু ২৪-২৫ টাকা কেজি দরে কিনবে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সেই বৈঠকের পর থেকে আর কোনো যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের।

এছাড়াও, ভিনরাজ্যে আলু পাঠানোর সময় রাজ্যের সীমান্তে আলুবোঝাই ট্রাকগুলিকে আটকে রাখার এবং ব্যবসায়ীদের হেনস্তা করার অভিযোগও তুলেছেন সংগঠনের রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়। এসবের প্রতিবাদে ব্যবসায়ীরা ফের ধর্মঘটের পথে হাঁটছেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক