আলুর দাম বাড়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ধর্মঘট প্রত্যাহার করবেন কি ব্যবসায়ীরা

কলকাতা : ভিনরাজে আলুর ট্রাক রবিবার থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি। খবরের খবর, আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতি প্রগতি লাগতে পারে।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে বাজারে কমেছে আলুর জোগান। এক ধাক্কায় আলুর দামও বেড়েছে। সূত্রের খবর, এ দিন বিকালে হরিপালে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করতে পারেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। 

এর আগে মঙ্গলবার এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেন। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যতদিন না রাজ্যে আলুর দাম কমছে, ভিনরাজ্যে আলু পাঠানো যাবে না। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে দায়িত্ব দেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর। পাশাপাশি কড়া বার্তা দেন ব্যবসায়ীদের উদ্দেশেও। 

প্রসঙ্গত, সমিতির অভিযোগ, কোনও লিখিত নির্দেশ নেই। কিন্তু বাজারে যোগান বাড়িয়ে দাম কমাতে গিয়ে ভিনরাজ্যে আলু পাঠাতে বাধা দেওয়া হচ্ছে। চেকপোস্ট আটকে দেওয়া হচ্ছে ট্রাক। 

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন