হড়পা বানে কুলুতে বিদ্যুৎ প্রকল্প ভেসে গেল, বিপর্যস্ত হিমাচল

হিমাচল প্রদেশের কুলু জেলায় ভয়াবহ হড়পা বানে ভেঙে গেল মলানা-১ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ অংশ। প্রচণ্ড জলের স্রোতে ভেসে গিয়েছে নির্মাণসাইটের একাধিক ট্রাক ও গাড়ি। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে সতর্কতা।

টানা ভারী বর্ষণে পার্বতী এবং বিপাশা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নিচু এলাকায় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। শুধু কুলুই নয়, মন্ডী জেলাও জলের দাপটে বিপর্যস্ত। পান্ডো বাঁধের কাছে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কে ধস নামায় যান চলাচল পুরোপুরি বন্ধ। প্রায় ৫০ মিটার রাস্তা ধসে গিয়েছে।

মন্ডীর পুলিশ সুপার সাক্ষী বর্মা জানিয়েছেন, একাধিক জায়গায় ধসের কারণে বহু গাড়ি রাস্তায় আটকে রয়েছে। কিছু রাস্তা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখন পর্যন্ত রাজ্যের ৩৮৩টি রাস্তা বন্ধ রয়েছে। চম্বা, কুলু, মন্ডী ও উনা জেলার অভ্যন্তরীণ বহু রাস্তা অগম্য হয়ে উঠেছে। বৃষ্টি, ধস, সড়ক দুর্ঘটনা ও হড়পা বানের জেরে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭৩ জন।

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় রাজ্য প্রশাসন সতর্কতা বাড়িয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক