প্রয়াত প্রদীপ ঘোষ, পিতৃহারা হলেন সজল

কলকাতা: প্রয়াত প্রদীপ ঘোষ। দীর্ঘদিন কলকাতা পুরসভার কংগ্রেস কাউন্সিলর এবং সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন। সোমবার বিকেলে প্রয়াত হন তিনি।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রদীপ। একইসঙ্গে অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। গত তিন মাস উত্তর কলকাতার একটি বেসরকারি হসাপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। সোমবার প্রয়াত হন তিনি।

এ দিন বিকেল পৌনে ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। সজল ঘোষ নিজেই ফেসবুকে একটি পোস্ট করেন সোমবার। লেখেন, ‘বাবা চলে গেলেন। আগামিকাল সকাল ৯টায় বাড়িতে মরদেহ আনা হবে l ১২টায় শেষ যাত্রা। দয়া করে এখন ফোন করবেন না।’

উল্লেখ্য, প্রায় ২৫ বছর কলকাতা পুরসভার কংগ্রেস কাউন্সিলর ছিলেন প্রদীপ। তাঁর ছেলে সজল ঘোষ অবশ্য এখন বিজেপির কাউন্সিলর। ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন