প্রথম পাতা খবর তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়

তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়

310 views
A+A-
Reset

ডেস্ক: তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। আজ পার্থ চট্টোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন অভিজিৎ।যোগ দিয়ে বলেন, আজ তৃণমূলের একজন প্রাথমিক সদস্য হিসাবে যোগদান করলাম। এক কংগ্রেস থেকে অন্য কংগ্রেসে। মূল থেকে তৃণে। কিন্তু কংগ্রেসেই আছি।”


অভিজিৎ বলেছেন, ‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বাম বিরোধিতার জন্যই চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি। সম্প্রতি বিজেপি ঝড় রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক সদস্য হিসেবে তৃণমূলে যোগদান করছি। দেশের সংহতি ও ঐক্য রক্ষার্থে লড়াই চলবে। দল যে দায়িত্ব দেবে, সেভাবেই কাজ করব।’

আরও পড়ুন: বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, লকেট-অগ্নিমিত্রা-দিলীপ-সায়ন্তনকে গ্রেফতার

বলেন, “সম্প্রতি আমরা দেখেছি বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি এখানে প্রধান হওয়ার চেষ্টা করেছিল। সেটাকে মমতাদিদি রুখে দিয়েছেন। দেশের তাবড় প্রবীণ কংগ্রেস নেতাও তাঁর এই কৃতিত্বকে সম্মান জানিয়েছেন। আমি ব্যক্তিগত ভাবে মনে করেছি পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে যিনি পেরেছেন ভবিষ্যতে তাঁর নেতৃত্বে আরও অনেকের সহযোগিতায় গোটা দেশ সেটা সম্ভব হবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.