অভিষেকের অফিসে প্রণব পুত্র, ফের দলবদল-জল্পনা

ডেস্ক: কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা প্রণব মুখোমাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের দলবদলের জল্পনা বাড়ল। সূত্রের খবর, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন প্রণবপুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়।  এরপরই তুঙ্গে উঠেছে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা। শিগগিরই তিনি শাসকদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন বলে মত ঘনিষ্ঠ মহলের একাংশের। প্রশ্ন হল, কবে সেই পরিবর্তন ঘটবে।


বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করা একাধিক প্রার্থী এখন তৃণমূল শিবিরে বলে সূত্রের খবর। বর্ষীয়ান কংগ্রেস নেতা মইনুল হকও ঘাসফুল শিবিরে। সেই তালিকায় অভিজিত মুখোপাধ্যায়ের নামও যুক্ত হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

আরও পড়ুন: নারদ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


সপ্তাহ খানেক আগে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু ফের পুরনো দলে ফিরে যাওয়ার দিন তালিকায় ছিল অভিজিৎ মুখোপাধ্যায়ের নামও। কিন্তু কোনও কারণে ওইদিন তিনি শিবির বদল করেননি। তবে সোমবার অভিষেকের সঙ্গে তাঁর সাক্ষাতের পর সকলেই প্রায় নিশ্চিত, দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত অভিজিতের দলত্যাগের আর বেশি দেরি নেই। তবে অভিষেকের সঙ্গে তাঁর সাক্ষাৎপর্ব নিয়ে একটি মন্তব্য করতেও রাজি হননি জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন