প্রাক রথযাত্রার উৎসবে মেতেছে দিঘা, নতুন জগন্নাথ মন্দিরে প্রস্তুতি তুঙ্গে

রথযাত্রার আগে উৎসবের আমেজে মেতেছে সৈকত শহর দিঘা। নতুন তৈরি জগন্নাথ মন্দিরে প্রথমবার আয়োজিত হচ্ছে প্রথাগত স্নানযাত্রা। বুধবার, ১১ জুন সকালে শুরু হবে পাহাণ্ডি বিজয় উৎসব। বেলা ১১টায় অনুষ্ঠিত হবে জগন্নাথ, বলদেব, সুভদ্রা ও সুদর্শনের স্নানযাত্রা। মন্দিরের প্রবেশদ্বারের কাছে বিশেষ মণ্ডপে ভক্তদের সামনেই এই অনুষ্ঠান হবে।

দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গজবেশ (হস্তীবেশ) রূপে দেবতাদের দর্শন মিলবে। এরপর ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত মন্দির দর্শন বন্ধ থাকবে। ২৬ জুন ফের দর্শন শুরু হবে।

২৭ জুন রথযাত্রার দিন মাসির বাড়ির উদ্দেশে রথে আরোহণ করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। পুরীর মতোই সমস্ত আচার রীতিমেনে এই উৎসব ঘিরে এখন সাজছে দিঘা।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা