একুশে জুলাইয়ের খুঁটিপুজো হয়ে গেল ধর্মতলায়, শুরু মঞ্চ তৈরির কাজ

ধর্মতলায় খুঁটিপুজো। ছবি: রাজীব বসু

কলকাতা: ধর্মতলায় একুশে জুলাই প্রস্তুতি আনুষ্ঠানিক ভাবে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি – সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সেখানে খুঁটি পুজো করে মঞ্চ তৈরির কাজের সূচনা হল।

এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিবারের মতোই খুঁটি পুজোর আয়োজন করেছিল তৃণমূল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, জয়প্রকাশ মজুমদার-সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব।

নারকেল ফাটিয়ে খুঁটি পুজোর সূচনা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তিনি বলেন, ‘আজ আমরা খুঁটিপুজো দিয়ে শহিদ স্মরণে শুরু করলাম।’ আর এই পুজোর সঙ্গে সঙ্গেই ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেল।

১৯৯৩ সালে যুব কংগ্রেস সভাপতি থাকাকালীন সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা। সেই কর্মসূচিতেই তদানীন্তন বাম সরকারের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জনের। সেই দিনটিকে স্মরণে রেখেই প্রতিবছর শহিদ দিবস পালন করে আসছে তৃণমূল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক