Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
একুশে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, শহর জুড়ে কড়া নজরদারি - NewsOnly24

একুশে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, শহর জুড়ে কড়া নজরদারি

ছবি: রাজীব বসু

শহিদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের বার্ষিক ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে জোরকদমে। সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে সুবিশাল মঞ্চ। এবারের বড় পরিবর্তন— মূল মঞ্চে উঠতে সিঁড়ির বদলে তৈরি করা হচ্ছে র‍্যাম্প। পাশাপাশি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মঞ্চের সামনের দিকে এগিয়ে এসে কর্মীদের শুভেচ্ছা জানাতে পারেন, সেই ব্যবস্থাতেও থাকছে পরিবর্তন। মঞ্চের পরিধি এবার আরও কিছুটা বাড়ানো হচ্ছে।

২১ জুলাইয়ের বিশাল জনসমাগম সামলাতে শহরের বিভিন্ন প্রান্তে বসানো হবে জায়ান্ট স্ক্রিন। সমাবেশ চত্বর ও আশপাশের এলাকাজুড়ে থাকবে কড়া নিরাপত্তা। থাকবে নজরদারি সিসিটিভি ক্যামেরায়। প্রতিবছরের মতো এবারও ভিড়ের নতুন রেকর্ড গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী দলীয় নেতৃত্ব। লোকসভা এবং সাম্প্রতিক উপনির্বাচনে জয়ের জোয়ারেই ভর করে সমাবেশে উপচে পড়বে জনতা, এমনটাই মনে করছেন নেতারা।

জানা গিয়েছে, শুক্রবার থেকেই শহরে আসতে শুরু করবেন জেলার তৃণমূল কর্মী-সমর্থকেরা। রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানিয়েছেন, “এই দিনটি আমাদের কাছে শুধুই রাজনৈতিক কর্মসূচি নয়, আবেগের জায়গা। শহিদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৩ সাল থেকে আমরা পথ হেঁটে চলেছি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।”

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন