প্রথম পাতা খবর লোকসভা ভোট বছর ঘুরলেই, পরিস্থিতি দেখতে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

লোকসভা ভোট বছর ঘুরলেই, পরিস্থিতি দেখতে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

603 views
A+A-
Reset

লোকসভা নির্বাচনের (Lok Sahba Election 2024) প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। পরিস্থিতি দেখতে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

পঞ্চায়েত ভোট রেশ কাটতে না কাটতেই প্রস্তুতি শুরু আগামী লোকসভা নির্বাচনের। সূত্রের খবর, খুব শীঘ্রই আসতে চলছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। সম্ভবত, আগামী ১৯ আগস্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ৩ সদস্যের এক প্রতিনিধি দল আসছে রাজ্যে। জানা গিয়েছে, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার নিতেশ ব্যয়াসের নেতৃত্বে এই দল আসছে।

শনিবার সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এই বৈঠকে ছিলেন রাজ্য নির্বাচন কমিশন ও জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরাও। ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং শুরু হবে আগস্টের প্রথম সপ্তাহে। ইভিএম-সহ লোকসভা ভোটের খুঁটিনাটি নিয়ে প্রাথমিক আলোচনাও হয় ওই বৈঠকে।

জানা গিয়েছে, এরপর এলাকার সমীক্ষা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন-সহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.