জরুরি ওষুধের দাম এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করল কেন্দ্র। অ্যাজ়মা, টিবি, হাঁপানি, থ্যালাসেমিয়া, গ্লুকোমা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশানাল ফারমাসিউটিক্যাল প্রাইসিং অথারিটি (এনপিপিএ)। এই সিদ্ধান্তে সাধারণ রোগীরা যেমন সমস্যায় পড়ছেন, তেমনই চিকিৎসক মহলের একাংশও কড়া সমালোচনা করেছেন।
জানা গিয়েছে, ওষুধ সংস্থাগুলির তরফে উৎপাদন খরচ বৃদ্ধি এবং ওষুধ তৈরির উপাদানগুলির দাম বাড়ার কারণে ওষুধের মূল্য বৃদ্ধির দাবি করা হচ্ছিল। শেষ পর্যন্ত এনপিপিএ তাদের দাবির সঙ্গে একমত হয়ে দাম বাড়ানোর অনুমতি দিয়েছে। ফলে হাঁপানি, হার্টের অসুখ, এবং চোখের অসুখের চিকিৎসায় ব্যবহৃত পাইলোকারপাইন, অ্যাট্রোপিনের মতো ওষুধের দামও বেড়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যবহৃত ডিফেরক্সামিন ওষুধটির দামও বৃদ্ধি পেয়েছে। ওষুধের এই মূল্যবৃদ্ধির কারণে রোগীদের চিকিৎসা ব্যয় ব্যাপকভাবে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।