জুলাইয়ের শুরুতেই স্বস্তির খবর বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের জন্য। আজ, মঙ্গলবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৫৮.৫০ টাকা। তবে ঘরোয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও রকম পরিবর্তন হয়নি।
তেল বিপণন সংস্থাগুলির তরফে সোমবার রাতেই এই দাম হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লিতে এখন ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১৬৬৫ টাকা। কলকাতায় এই দাম এর আগেই ১৮২৬ টাকা ছিল জুন মাসে, এখন সেখানে নতুন দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত ঘরোয়া রান্নার গ্যাসের ক্ষেত্রে কোনও ছাড় মিলছে না।
উল্লেখ্য, এপ্রিল মাসে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। সেই বৃদ্ধির পর বর্তমানে দিল্লিতে এর দাম ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বইয়ে ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮৬৮.৫০ টাকা।
বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে ধারাবাহিকভাবে দাম কমছে এপ্রিল থেকে। মার্চের তুলনায় জুন মাসে দিল্লিতে ৭৯.৫০ টাকা, কলকাতায় ৮৭ টাকা, মুম্বইয়ে ৮১ টাকা এবং চেন্নাইয়ে ৮৪ টাকা দাম কমেছে। এবার জুলাইয়েও সেই ধারাই বজায় থাকল।