প্রথম পাতা খবর কংগ্রেসের কারণেই দিন দিন শক্তিশালী হচ্ছেন মোদী

কংগ্রেসের কারণেই দিন দিন শক্তিশালী হচ্ছেন মোদী

275 views
A+A-
Reset

ডেস্ক: কংগ্রেসের কারণেই দিন দিন শক্তিশালী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়ায় তিন দিনের সফরে গিয়েও বিজেপি-কে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার অভিযোগ, কংগ্রেস নিজেরাই বিরোধীদের একত্রিত করার ক্ষেত্রে আগ্রহী নয়। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করতে আঞ্চলিক দলগুলির এগিয়ে আসার ওপর জোর দিয়েছেন তৃণমূল নেত্রী। এ দিনও বিজেপি বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷


মমতা বলেন “কংগ্রেসের কারণেই দিন দিন ক্ষমতা বাড়িয়ে নিচ্ছেন মোদী। মোদীকে প্রচারের আলোতে নিয়ে আসছে কংগ্রেসই। বিজেপি বিরোধিতার কৌশল নিয়ে কংগ্রেস যদি সিদ্ধান্ত নিতে না পারে তবে এই ফল দেশকে ভুগতে হবে। দেশের কাছে অনেক সুযোগ রয়েছে, কংগ্রেসের জন্য দেশ কেন ভুগবে!”।

আরও পড়ুন: অভিষেককে আটকাতেই ত্রিপুরায় জারি নয়া কোভিড নির্দেশিকা?


মমতা বলেন, “বাংলার বিজেপির বিরুদ্ধে লড়ার পরিবর্তে কংগ্রেস (Congress) আমার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে লড়াই করেছে। আপনার কী মনে করেন? এরপরও আমরা তাদের ফুল দিয়ে স্বাগত জানাবো?” মমতা বলেন, ‘‌দিল্লির দাদাগিরি অনেক সহ্য করেছি। আর সহ্য করব না। এনাফ ইজ এনাফ। আমি চাই আঞ্চলিক দলগুলি শক্তিশালী হোক। আমরা চাই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী হোক। রাজ্যগুলি শক্তিশালী হলে তবেই কেন্দ্র শক্তিশালী হবে।’‌

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.