বন্দি বিনিময়! ভারতে ফিরছেন ৯৫, বাংলাদেশে ৯০ জন মৎস্যজীবী

ভারত এবং বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীদের দেশে ফেরানোর উদ্যোগ সফল হতে চলেছে। রবিবার বঙ্গোপসাগরে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন ৯৫ জন মৎস্যজীবী এবং ভারত থেকে বাংলাদেশে ফিরবেন ৯০ জন মৎস্যজীবী।

শনিবার সকালে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া এবং ৭৮ জনকে পারাদীপ থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। অন্য দিকে, বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে ঢাকা। বন্দি ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তাঁদের সোমবার গঙ্গাসাগরে নিয়ে যাওয়া হবে, যেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

প্রায় আড়াই মাস আগে কাকদ্বীপের ছ’টি ট্রলার বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ায়, সেগুলি আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতে থাকা ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আটক ট্রলারগুলি ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কাকদ্বীপের মৎস্যজীবীদের গ্রেফতারির পর তাঁদের দেশে ফেরানোর জন্য তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে, ভারতে আটক ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন