ডেস্ক: উত্তর প্রদেশ কংগ্রেসে সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল যোগীর পুলিশ। গতকাল লখিমপুরে যাওয়ার পথে আটক করা হয়েছিল প্রিয়াঙ্কাকে। সোমবার মঙ্গলবার যোগীর পুলিশ তড়িঘড়ি প্রিয়াঙ্কা গান্ধী সহ ১১ জন কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ভরতীয় দণ্ডবিধির ১০৭/১৬ ধারায় প্রিয়াঙ্কা গান্ধী, দেবেন্দ্র হুডা, অজয় কুমার লাল্লু বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। হরগাঁও থানায় এফআইআর দায়ের করা হয়।
প্রিয়াঙ্কার আটক হওয়ার খবর পেয়েই রাহুল গান্ধী টুইট করেছিলেন, ‘তিনি হিন্দিতে টুইটে লিখেছিলেন, যাঁকে জেলে বন্দি করা হয়েছে তিনি নির্ভিক এবং সত্যিকারের কংগ্রেসি। কোনও ভাবেই পরাজয় স্বীকার করব না। সত্যাগ্রহ চলবে।’
আরও পড়ুন: পুজোর পর স্কুল খোলার প্রস্তুতি, মিলছে তেমনই ইঙ্গিত
মঙ্গলবার সকালে একটি টুইটে ভিডিয়ো পোস্ট করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। ভিডিয়োটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনি কী এটা দেখেছেন? প্রধানমন্ত্রীর লখনউ সফরের আগেই তাঁকে বার্তা দিয়েছেন কংগ্রেস নেত্রী। তাঁর প্রশ্ন, ‘কেন এই ব্যক্তিকে এখনও গ্রেফতার করা গেল না। প্রিয়াঙ্কা গান্ধী জানতে চেয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে কেন সরানো হয়নি এখনও? কৃষকদের অভিযোগ এই মন্ত্রীর ছেলের কনভয়ের গাড়িতেই ঘটনাটি ঘটেছে।