বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালনের আহ্বান জানাল ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। একই সঙ্গে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে তাঁদের তরফে। নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাশ ভবনের সামনে চলছিল ঘেরাও অভিযান। অভিযোগ, আন্দোলনকারীদের উপর প্রথমে সব্যসাচী দত্তের অনুগামীরা এবং পরে পুলিশ চড়াও হয়। রক্তাক্ত হন একাধিক শিক্ষক। সন্ধ্যার পর বাড়ে উত্তেজনা।
পুলিশের তরফে আন্দোলনকারীদের সরাতে শুরু হয় লাঠিচার্জ, গেট ঘিরে ধরে চলে অভিযান। পরিস্থিতি এখনও উত্তপ্ত, কিছু চাকরিহারা শিক্ষক এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবন চত্বরে।