কলকাতা: মঙ্গলবার কলকাতার রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল, যেখানে শহরের বড় পুজোগুলির প্রতিমা প্রদর্শিত হবে। কিন্তু একই দিন রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ আয়োজনের ডাক দিয়েছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’, যা আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানাতে অনুষ্ঠিত হবে।
রেড রোডের পুজো কার্নিভালের স্থান থেকে রানি রাসমণি রোডের দূরত্ব মাত্র কয়েক মিটার। যদিও কলকাতা পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি, তবুও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা তাদের অবস্থানে অটল থাকছেন। সোমবার তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন, ধর্মতলা থেকে মানববন্ধন করবেন।
এদিন বিকাল ৪টেতে রানি রাসমণি রোডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। আটটি চিকিৎসক সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে, যার সমর্থন জানিয়ে অন্যান্য সংগঠনও সেখানে জমায়েতের আহ্বান জানিয়েছে। মেডিক্যাল কলেজের অধ্যাপকদের সংগঠনও এই আন্দোলনকে সমর্থন করেছে।
প্রসঙ্গত, রাজ্যের তরফে মুখ্যসচিব মনোজ পন্থ রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল না করার জন্য অনুরোধ করেছিলেন উদ্যোক্তাদের। নবান্নের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, ওই কর্মসূচি রাজ্যের ভাবমূর্তির জন্য ‘অমর্যাদাকর’। সে অনুরোধ মানা তো দূরস্থান, সোমবার পন্থের সঙ্গে বৈঠকে চিকিৎসকেরা উল্টে তাঁকে দ্রোহের কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এসেছেন!