প্রথম পাতা খবর ভেড়ার পাল নিয়ে রাজভবনের সামনে প্রতিবাদ, পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

ভেড়ার পাল নিয়ে রাজভবনের সামনে প্রতিবাদ, পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

307 views
A+A-
Reset

কলকাতা: ভেড়ার পাল নিয়ে রাজভবনের সামনে প্রতিবাদ। ঘটনায় রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে আক্রমণ রাজ্যপালের। রিপোর্ট চেয়ে আজ বিকেল ৫টায় পুলিশ কমিশনারকে ডেকে পাঠালেন তিনি।


রাজভবনের সামনে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। চার হেভিওয়েটের গ্রেফতারির পর রাজভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকার। এর পরের দিনই, গত মঙ্গলবারও দেখা যায়, রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এক ব্যক্তি। তাঁর বক্তব্য, অতিমারীর মধ্যে নোংরা রাজনীতি চলছে। তার জন্য দায়ী রাজ্যপালই। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল।

আরও পড়ুন: অসুস্থ ফিরহাদ, এসেছে জ্বর, এসএসকেএম-এ জেতে নারাজ মন্ত্রী


  ট্যুইটে লেখেন, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রাজভবনের প্রধান ফটকের সামনে যে খুশি চলে আসছে। নর্থ গেটের সামনে একপাল ভেড়া নিয়ে হাজির হয় একটি লোক। পুলিশের ভূমিকা উদ্বেগজনক। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছিল। ওই ব্যক্তিকে সরানোর কোনও চেষ্টা করা হয়নি। তার কাছে কোনও অস্ত্র আছে কি না তাও জানার চেষ্টা হয়নি। এইসমস্ত ঘটনায় রাজ্যপাল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এ ধরনের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে আজ বিকেল ৫টায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছি। ট্যুইটে জানিয়েছেন রাজ্যপাল। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.