কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারে অসুস্থ বোধ করলেন ফিরহাদ হাকিম।তবে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যেতে নারাজ তিনি। জেল হাসপাতালেই চিকিৎসা হোক, এমনই দাবি ফিরহাদের।
নারদ মামলায় গ্রেফতার হয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। ফিরহাদ ছাড়া বাকি তিনজনেই ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। অসুস্থ হয়েছেন ফিরহাদ হাকিমও। তবে তিনি এখনই এসএসকেএম হাসপাতালে এসে ভর্তি হতে চাইছেন না। এমনই দাবি তাঁর পরিবার সূত্রে।
আপাতত জেল হাসপাতালেই চিকিৎসা করাতে চান ফিরহাদ। সেই মতো তাঁকে জেল হাসপাতালে ভর্তি রেখেই চিকিৎসা করা হচ্ছে। তার জ্বর আসায় উদ্বেগ বেড়েছে। প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে তাঁর জ্বর কমানোর চেষ্টা করছেন চিকিৎসকরা। আজই তাঁর করোনা পরীক্ষা করানো হবে।
প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার জানিয়েছেন, ঘুম থেকে উঠেছেন এবং স্বাভাবিক সকালের যে সকল কাজকর্ম আছে, সেগুল তিনি সারছেন। সংশোধনাগারে থাকার সময় যে সকল পরিষেবা রয়েছে সেগুলো তাকে দেওয়া হবে। করোনা পরীক্ষাও করা হবে। তাঁর জ্বর এবং পেটে ব্যথা রয়েছে। তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছেন এবং ঘুমও ঠিকঠাকভাবে হয়েছে গতরাতে।
আজই শেষ হচ্ছে চার হেভিওয়েট নেতার জেল হেফাজতের মেয়াদ। আজই কলকাতা হাইকোর্টে নারদকাণ্ডের শুনানি। দু’টি আলাদা আবেদনের শুনানি হবে আজ।