যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার আগে ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন। পালটা স্লোগান তোলে তৃণমূল ছাত্র পরিষদ। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়।
বিশ্ববিদ্যালয়ে ওই সভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিত থাকার কথা ছিল। তার আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করে বাম ছাত্র সংগঠনের সদস্যরা। ওয়েবকুপার সদস্যদের সঙ্গে তাঁদের বচসা থেকে ধস্তাধস্তিতে গড়ায় পরিস্থিতি।
এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন হয়, যেখানে ৫৮টি আসনের মধ্যে ৫১টিতে জয়ী হন বাম সমর্থিত প্রার্থীরা, আর ৭টি আসনে জয়লাভ করেন শাসকদলের প্রার্থীরা। ২০২১ সালের পর এই নির্বাচন দীর্ঘদিন স্থগিত ছিল, যা আদালতের অনুমোদনের পর এ বছর সম্পন্ন হয়।