ডেস্ক: পশ্চিমবঙ্গে চার কেন্দ্রে চলছে উপনির্বাচন। চার কেন্দ্রেই সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। ভোটগ্রহণ চলছে সকাল ৭টা থেকে। কিন্তু ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে খড়দহে। বিজেপি (BJP) প্রার্থী জয় সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান ওঠে।
অন্যদিকে, তৃণমূলের (TMC) হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধাদানের অভিযোগ উঠল। আর এসব ঘটনা ঘিরে দুই শিবিরে উত্তেজনার পারদ। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে দিনহাটায় দেখা গিয়েছে ভোটারের সঙ্গে বুথে প্রবেশ করছেন অন্য কেউ। বিজেপি এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শান্তিপুরে।
খড়দহ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৯২ নং বুথে ঢুকতে গেলে বিজেপি প্রার্থী জয় সাহাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
গেরুয়া শিবিরের অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধেই। জয় সাহার অভিযোগ, ”বুথের সামনে তৃণমূলের লোকজন স্লোগান দিচ্ছিল, যা একেবারেই করা যায় না। আমি সেটাই বলতে গিয়েছিলাম। তখনই আমার দিকে তেড়ে আসে। গো ব্যাক বলে স্লোগান দিতে শুরু করে। আমি সব ঘটনা নির্বাচন কমিশনকে জানাব। এভাবে সুষ্ঠু ভোট হতে পারে না।”
আরও পড়ুন: ৫ মাস পর রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন
খড়দহে ‘আক্রান্ত’ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharjee)। দলীয় কার্যালয়ে আসার সময় ইট ছোড়ে একদল দুষ্কৃতী, অভিযোগ সিপিএম নেতার। বিচ্ছিন্ন ঘটনা, খড়দহে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই দাবি তন্ময় ভট্টাচার্যের। ঘটনার তীব্র নিন্দা খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর অন্যান্য পরিচয়পত্রও দেখতে চান বলে অভিযোগ জানিয়েছেন শোভনদেব। সেখানে জওয়ান এবং ভোটকর্মীদের সঙ্গে বচসা হয় প্রার্থীর। পরে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে অভিযোগের সুরে বলেন, ”ভোটারদের কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট দেখতে চাইছে নিরাপত্তা কর্মীরা। ওঁদের এই এক্তিয়ার নেই।”