ডেস্ক: ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর অভিযোগে ছয় তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হল। রাজ্যসভার ওই ছয় সাংসদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে ‘চেয়ার’কে অসম্মান করেছেন। সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ যে ছয় তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন দোলা সেন, শান্তা ছেত্রী, মৌসম বেনজির নূর, আবির রঞ্জন বিশ্বাস, নাদিমুল হক এবং অর্পিতা ঘোষ৷
এ দিন সকালে অধিবেশন শুরুর পরই বিরোধীদের বিক্ষোভ শুরু হয় রাজ্যসভায়। অভিযোগ, পেগাসাস আলোচনার দাবিতে সরব হন এই ছয় সাংসদ। অধিবেশন মুলতুবি হয়ে যায়। তারপরই এই ছয় সাংসদকে আজকের দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বার বার তাঁদের সতর্ক করে নিজেদের জায়গায় ফিরে যেতে অনুরোধ করেন৷ সংসদীয় রীতি ভেঙে বিক্ষোভ দেখানোয় শাস্তি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি৷ কিন্তু তাতেও শান্ত হননি তৃণমূল সাংসদরা৷ এর পরেই ছয় সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন চেয়ারম্যান৷
আরও পড়ুন: আমতায় হাঁটুজলে দাঁড়িয়ে দুর্গতদের সঙ্গে কথা বললেন, মমতা
এই সিদ্ধান্তের পর টুইট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। সব বিরোধী একজোট হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। টুইটে তিনি লেখেন, ‘সরকার বিরোধীদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, কিন্তু তাতে তারা ব্যর্থ।’ সূত্রের খবর, আজ বিরোধীরা লোকসভায় অধিবেশন বয়কট করতে পারে বিরোধীরা।