টানা বৃষ্টিতে আগেভাগেই পুজোর ছুটি ঘোষণা রাজ্যের স্কুল-কলেজে

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও রাজ্যের একাধিক জেলা। এর জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগেভাগেই শুরু হয়ে গেল রাজ্যের স্কুল-কলেজে দুর্গাপুজোর ছুটি। মঙ্গলবার দুপুরে শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ও ২৫ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে। ২৬ সেপ্টেম্বর থেকে সরকারি ছুটি নির্ধারিত থাকলেও কার্যত মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পুজোর ছুটি।

মুখ্যমন্ত্রীর নির্দেশ

মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সরকারকে এখনই একটি বিজ্ঞপ্তি দিতে বলছি। স্কুল-কলেজের ছুটি আজ থেকেই পড়বে। ছাত্রছাত্রীদের এখন স্কুলে যেতে হবে না।”
সঙ্গে সিবিএসই ও আইসিএসই বোর্ডের স্কুলগুলিকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার জন্য আবেদন জানান তিনি।

শিক্ষামন্ত্রীর বার্তা

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজমাধ্যমে জানান, “২৬ সেপ্টেম্বর থেকে সরকারি ভাবে পুজোর ছুটি শুরু হওয়ার কথা থাকলেও কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।”
তিনি শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধ করেন, এই সময়ে বাড়ি থেকে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সেরে নিতে।

বিজ্ঞপ্তির বিশেষ দিক

শিক্ষাসচিবের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত এবং আগামী দু’দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কারণেই এই সিদ্ধান্ত। তবে পাহাড়ি এলাকার স্কুলগুলিকে ছাড় দেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকেই কার্যত ছুটি

দুর্যোগের কারণে মঙ্গলবারই বহু স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল। ফলে কার্যত মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে গিয়েছে।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা