প্রথম পাতা খবর জালিয়াতিতে দোষী সাব্যস্ত, বিতর্কিত আইএএস পূজা খেদকরের নিয়োগ বাতিল করল ইউপিএসসি

জালিয়াতিতে দোষী সাব্যস্ত, বিতর্কিত আইএএস পূজা খেদকরের নিয়োগ বাতিল করল ইউপিএসসি

322 views
A+A-
Reset

নয়াদিল্লি: বিতর্কিত আইএএস অফিসার হিসাবে পূজা খেদকরের নির্বাচন বাতিল করা হল। একাধিকবার পরীক্ষা দেওয়ার জন্য পরিচয় জাল করার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরে তাঁকে আজীবন প্রবেশিকা পরীক্ষা দেওয়া থেকে নিষিদ্ধ ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।

ইউপিএসসি একটি বিবৃতিতে বলেছে, পূজা খেদকরকে সিভিল সার্ভিসেস পরীক্ষার নিয়ম লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ১৮ জুলাই, ২০২৪-এ জালিয়াতির জন্য সিভিল সার্ভিসেস পরীক্ষা-২০২২ এর অস্থায়ীভাবে সুপারিশ করা প্রার্থী পূজা মনোরমা দিলীপ খেদকরকে একটি কারণ দর্শানোর নোটিশ (এসসিএন) জারি করেছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নিজের পরিচয় জাল করে পরীক্ষার বিধিতে প্রদত্ত অনুমতিযোগ্য সীমা অতিক্রম করার চেষ্টা প্রমাণিত হয়েছে”।

সেই নোটিসের পর একাধিক বার বাড়তি সময় চেয়েছিলেন পূজা। ইউপিএসসি ৩০ জুলাই, বুধবার পর্যন্ত সময় দিয়েছিল তাঁকে। জানানো হয়েছিল, পূজার কাছে এটিই শেষ সুযোগ। এর পর তাঁর কোনও উপরোধ-অনুরোধ আর শোনা হবে না। কিন্তু সময়সীমা বাড়ানো হলেও জবাব দিতে পারেননি তিনি।ইউপিএসসি- র বিবৃতিতে বলা হয়েছে, “তাঁকে বাড়তি সময়ের অনুমতি দেওয়া সত্ত্বেও, তিনি নির্ধারিত সময়ের মধ্যে তাঁর ব্যাখ্যা জমা দিতে ব্যর্থ হয়েছেন।”

এর পরই কঠোর সিদ্ধান্ত নেয় ইউপিএসসি। জানিয়ে দেওয়া হয়, ২০২২-এর আইএএস নিয়োগ প্রক্রিয়ায় তাঁর নির্বাচন বাতিল করা হল এবং আজীবনের জন্য তাঁকে বহিষ্কার করা হল। ভবিষ্যতে আর কখনওই এই পরীক্ষায় বসতে পারবেন না তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.