কলকাতা: বুধবার উত্তরবঙ্গে ফের রেল দুর্ঘটনা। বুধবার ফাঁসিদেওয়ার কাছে একটি মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। উত্তরবঙ্গে একের পর এক রেল দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মমতা এ দিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, মুখ্যমন্ত্রী লেখেন, ‘উত্তরবঙ্গের ফাঁসিদেওয়া রাঙাপানি এলাকায় আজ ফের একটি ট্রেন দুর্ঘটনা ঘটল। সেখানে মাত্র ছয় সপ্তাহ আগে অত্যন্ত মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। যা ঘটছে তা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’
রেল সূত্রের খবর, বুধবার রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছান রেলকর্তারা।
প্রসঙ্গত, এর আগে গত ১৭ জুন সোমবার আগরতলা থেকে শিয়ালদা যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের সামনে ট্রেনটির কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। সেই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়।