কলকাতা: শহরে এ বার পুজোয় ঘুরে দেখার জন্য বিশেষ এসি ট্রামের ব্যবস্থা করছে রাজ্যের পরিবহণ দফতর। ট্রামে করে দেখতে পারবেন পুজো। তার জন্য থাকছে বিশেষ প্যাকেজ। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সেই বিষয়ে বিস্তারিত জানান রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
পরিবহণমন্ত্রী জানান, ট্রামের মাধ্যমেও পুজো পরিক্রমা করানো যায় কি না সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। যেহেতু ট্রাম নির্দিষ্ট লাইনে চলে, তাই যে কোনও জায়গায় দাঁড় করানো যায় না। কারণ তাতে অন্যান্য গাড়ির চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তাই সেই ধরণের সমস্যা এড়িয়ে কী ভাবে ট্রামে করে ঠাকুর দেখান যেতে পারে, সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে।
তিনি আরও বলেন, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার পুজোকে জুড়বে ট্রাম। শ্যামবাজার থেকে ট্রামটি শুরু করবে যাত্রা শেষ করবে বালিগঞ্জ ডিপোতে। যাঁরা ঠাকুর দেখবেন, তাঁরা নিজেদের প্যাকেজে অন্তর্ভুক্ত করবেন এবং ট্রামে করে ঠাকুর দেখতে পারবেন।
ট্রামে পুজো পরিক্রমার খরচ নিয়ে মন্ত্রী জানান, জন প্রতি ৬০০ টাকা করে ব্যয় করতে হবে এই ট্রামে করে মণ্ডপ দর্শনের জন্য। ট্রামে দেওয়া হবে বিশেষ স্ন্যাকস, চা/ কফি-সহ অন্যান্য খাবার। সপ্তমী অষ্টমী এবং নবমী তিন দিন চলবে এই ট্রামটি। মাঝপথ থেকে কেউ উঠতে পারবেন না। যাঁরা নিজেদের প্যাকেজে অন্তর্ভুক্ত করবেন, তাঁরাই শুধুমাত্র উঠতে এবং নামতে পারবেন। সকাল দশটায় এই ট্রাম যাত্রা শুরু হবে। শহরের গুরুত্বপূর্ণ মণ্ডপগুলি পরিদর্শন করানো হবে।