ডেস্ক: বিধিনিষেধের পর এবছর পুরোদমে পুজো উপভোগ করতে মুখিয়ে আপামর বাঙালি। তবে এরই মাঝে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দু-এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, চতুর্থী থেকে সপ্তমী তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে। বুধবার থেকে শুক্রবার অর্থাৎ অষ্টমী থেকে দশমী পর্যন্ত এমন আবহাওয়া থাকবে।
শনিবার থেকে মঙ্গলবার, অর্থাৎ চতুর্থী থেকে সপ্তমী পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। বুধবার থেকে শুক্রবার অর্থাৎ অষ্টমী থেকে দশমী কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি। সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: এবার ওয়েবে পরিচালনায় ডেবিউ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য
আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংকে বাদ দিলে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে দিলের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।