কলকাতার বড়তলায় ফুটপাথ থেকে তুলে নিয়ে সাত মাসের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করল ব্যাঙ্কশাল আদালত। আজ, মঙ্গলবার বিচারক তাঁর শাস্তি ঘোষণা করবেন।
গত বছরের ৩০ নভেম্বর, বড়তলা থানায় এক ফুটপাথবাসী দম্পতি তাঁদের শিশুকন্যা নিখোঁজ হওয়ার অভিযোগ জানান। কয়েক ঘণ্টা পর শিশুটিকে ফুটপাথেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটির উপর যৌন নির্যাতনের প্রমাণ পান।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং মাত্র চার দিনের মধ্যে অভিযুক্ত রাজীব ওরফে গোবরাকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে গ্রেপ্তার করে। তদন্তে উঠে আসে, ধর্ষণের পরই অভিযুক্ত শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল।
অভিযোগ গঠনের মাত্র ২৬ দিনের মধ্যেই চার্জশিট জমা দেয় পুলিশ। মামলায় ২৪ জন সাক্ষীর বক্তব্য শোনা হয়, যার মধ্যে ছিলেন হাসপাতালের সুপারও। গত বৃহস্পতিবার মামলার শুনানি শেষ হয় এবং সোমবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।
আজ এই নৃশংস অপরাধের সাজা ঘোষণা করবেন বিচারক। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হবে কি না, সেদিকে নজর রয়েছে সকলের।