প্রথম পাতা খবর এ বার পুরীর জগন্নাথ মন্দিরে জারি পোশাকবিধি, জানুন কী পরা যাবে না

এ বার পুরীর জগন্নাথ মন্দিরে জারি পোশাকবিধি, জানুন কী পরা যাবে না

583 views
A+A-
Reset

দেশে বেশ কয়েকটি মন্দিরে জারি হয়েছে পোশাকবিধি। এ বার পুরীর জগন্নাথ মন্দিরে। আগামী ১ জানুয়ারি থেকে জারি হচ্ছে নয়া নিয়ম। ভক্তদের শালীন ও শোভনীয় পোশাক পরেই পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হবে। পাশ্চাত্যের পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না।

সেবায়েতদের জন্য আগেই পোশাকবিধি চালু হয়েছিল। এ বার ভক্তদের জন্যও পোশাকবিধি চালু করলেন জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। এই বিধি অনুসারে আর টর্ন জিন্স, বারমুডা, হাফ প্যান্ট, স্লিভলেস পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না।

শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন বা এসজেটিএ-র মুখ্য়প্রশাসক রঞ্জন কুমার দাস জানিয়েছেন, জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য় ভক্তদের ট্র্যাডিশনাল পোশাক পরতেই হবে। যাঁরা পাশ্চাত্যের পোশাক পরে আসবেন তাঁরা চেঞ্চ রুমে ড্রেস বদলাতে পারেন।

তিনি বলেন, “অনেককে দেখা যায়, ছেঁড়া জিন্স (টর্ন জিন্স) প্যান্ট, স্লিভলেস ড্রেস এবং হাফ প্যান্টের মতো পোশাকে যেমন সমুদ্র সৈকত বা পার্কে হাঁটাচলা করেন, তেমন ভাবেই মন্দিরে প্রবেশ করেন। মন্দির হল ঈশ্বরের বাসস্থান, বিনোদনের জায়গা নয়।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.