বদলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহ দর্শনের নিয়ম। ভক্তদের ভিড় সামলাতে ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম চালু করা হচ্ছে। এবার থেকে ভিড় ঠেলে নয়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিগ্রহ দর্শন করতে হবে।
প্রথমে জানুয়ারি থেকেই এই নিয়ম চালু করার পরিকল্পনা ছিল, তবে তা পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মন্দিরে প্রবেশের জন্য মোট ছ’টি লাইন থাকবে। সাধারণ ভক্তরা যে কোনও পথ দিয়ে প্রবেশ করতে পারবেন না। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য নির্দিষ্ট চারটি পথের মধ্যে শুধুমাত্র সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে হবে। অন্য তিনটি পথ শুধুমাত্র মন্দির থেকে বেরোনোর জন্য ব্যবহৃত হবে।
দর্শনার্থীদের জন্য ছ’টি পৃথক সারি থাকবে। এর মধ্যে একটি সারি মহিলাদের ও শিশুদের জন্য, একটি বিশেষভাবে সক্ষমদের জন্য এবং একটি প্রবীণদের জন্য। বাকি তিনটি সারি পুরুষদের জন্য নির্ধারিত করা হয়েছে।