হেডিং:
Slug:
Tags: R G Kar Case, Junior Doctors Protest, Justice for Doctor, Kolkata Protest, Medical Colleges
আজ, শনিবার, আরজি কর-কাণ্ডের তিন মাস পূর্ণ হওয়ার দিনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে ‘দ্রোহের গ্যালারি’ করার উদ্যোগ নিয়েছে জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট। বিভিন্ন মেডিক্যাল কলেজে তাদের আন্দোলনের বিভিন্ন মুহূর্তকে ধরে রাখতে প্রদর্শিত হবে ছবি, পোস্টার, ব্যানার, কবিতা, শিল্পকর্ম ও স্থাপত্য। এই উদ্যোগের মাধ্যমে নির্যাতিতা চিকিৎসকের জন্য ন্যায়বিচারের দাবি এবং আন্দোলনের মূল বিষয়টিকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা করা হবে।
শনিবার দুপুর ৩টের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি বড় মিছিলের আয়োজন করেছে ফ্রন্ট। মিছিল থেকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার দাবিও জানানো হবে। এই প্রতিবাদে শুধু শহরের মানুষ নয়, জেলার মানুষকেও অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে ফ্রন্টের সদস্যরা।
এর পাশাপাশি, অভয়া মঞ্চ শনিবার দুপুরে ধর্মতলায় ‘জনতার চার্জশিট’ কর্মসূচির আয়োজন করেছে। অন্যদিকে, জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সদস্যরা স্টার থিয়েটারে গণ কনভেনশনের আয়োজন করেছেন, যেখানে নির্যাতিতার জন্য ন্যায়বিচারের দাবি তুলে ধরা হবে।