রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আন্দোলন নয়, বুধবার পৃথক কর্মসূচি জুনিয়র ডাক্তারদের

পুলিশকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেদম মার মঙ্গলবার। ছবি: রাজীব বসু

কলকাতা: বুধবার ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি। তবে তাতে সমর্থন নেই আরজি কর-সহ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসকদের নিয়ে গঠিত ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম’ (ডব্লিউবিজেডিএফ)- এর।

মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নামে একটি সংগঠন। তাদের সমর্থন জানায় বিজেপি। শহরের বেশ কয়েকটা জায়গায় মিছিল বেরোলেও নবান্ন থেকে অনেক আগেই সেগুলিকে আটকে দেয় পুলিশ। তারই প্রতিবাদে বুধবার ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি।

আরজি কর-কাণ্ডের ন্যায়বিচার চেয়ে বুধবার পৃথক কর্মসূচির ডাক দিয়েছে ডব্লিউবিজেডিএফ। শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে মিছিল করে তারা ন্যায়বিচারের দাবি জানাবে।

এক জুনিয়র ডাক্তার জানান, তাঁদের দাবি শুধু ন্যায়বিচার এবং নিরাপত্তার। পুলিশের সঙ্গে সংঘাত বা হিংসাত্মক প্রতিবাদ নয়, তাঁদের আশা শান্তিপূর্ণ পথেই মিলবে সেই ন্যায়বিচার। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনও আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন নেই। ভবিষ্যতেও থাকবে না।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে