প্রথম পাতা খবর ১৯৩ আসন নিয়ে রফা চূড়ান্ত বাম-কংগ্রেসের, ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড

১৯৩ আসন নিয়ে রফা চূড়ান্ত বাম-কংগ্রেসের, ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড

387 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : বিধানসভা নির্বাচনে ১৯৩টি আসনে সমঝোতা চূড়ান্ত করল বাম কংগ্রেস। ১০১টি আসনে বাম এবং ৯২টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসে ছিল বামফ্রন্ট ও কংগ্রেস। গত সোমবার ৭৭টি আসন নিয়ে রফা চূড়ান্ত হয়ে গিয়েছিল। বাকি ২১৭টি আসন নিয়ে আজকে বৈঠক হয়। এর মধ্যে ১৯৩টি আসন নিয়ে আজ সমঝোতা হল।

অধীর চৌধুরী জানিয়েছেন বাকি ১০১ টি আসন নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। এর মধ্যে ৪৪টি আসনে জিতেছিল কংগ্রেস বাকি ৩৩টি জেতে বামেরা।

২৮ ফেব্রয়ারি ব্রিগেড সমাবেশ বাম-কংগ্রেস জোটের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.