মুম্বই: মহারাষ্ট্রের থানের একটি স্কুলে দুই চার বছর বয়সী ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ব্যাপক বিক্ষোভ, পুলিশ লাঠিচার্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়ে বদলাপুর রেলওয়ে স্টেশন। স্লোগান-চিৎকারকারে আন্দোলনের একটি উত্তেজনাপূর্ণ ভরকেন্দ্র হয়ে দাঁড়ায় একেক। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মাঝে একবার বিক্ষোভকারীরা পিছু হটলেও অনেকেই রেললাইনের উপর বসে পড়েন।
কিছুক্ষন পর স্টেশনের অপর প্রান্ত থেকে, বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করে পুলিশকে লক্ষ্য করে। এরপর স্টেশনটি একটি রণক্ষেত্রে পরিণত হয়। শেষমেশ বিশালাকার পুলিশ বাহিনী নিয়ে এসে বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, হাজার হাজার বিক্ষোভকারী মঙ্গলবার সকালে বদলাপুরের স্থানীয় ট্রেন স্টেশনে ভিড় করে এবং ট্রেন চলাচলে বাধা দেয়। ছয় ঘণ্টা পর, ভিড় বাড়তে থাকে, যার ফলে ট্রেন চলাচল এবং আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দেয়। উত্তেজনা প্রশমিত করার জন্য সরকারের প্রচেষ্টার জবাবে জনতার কাছ থেকে ফাঁসি চাই স্লোগান তোলা হয়।
আরও পড়ুন: মুম্বাইয়ে ২ নার্সারি পড়ুয়াকে যৌন নিপীড়ন, এফআইআরের জন্য ১১ ঘণ্টা থানায় অপেক্ষা মা-বাবার