নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে সাংসদপদ ফিরে পেলেন রাহুল গান্ধী। ওয়েনাডের সাংসদ হিসাবে পুনর্বহাল করা হল রাহুল গান্ধীকে। সোমবার সকালেই লোকসভার সচিবালয়ের তরফে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর নির্দেশ দেওয়া হয়। এর ফলে এ দিন থেকেই সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন কংগ্রেস নেতা।
শুক্রবারই সুপ্রিম কোর্টের তরফে তাঁর শাস্তি স্থগিত করা হয়েছিল। তার ৪৮ ঘণ্টা পরেই রাহুলকে তাঁর সাংসদপদ ফিরিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্পিকারের সচিবালয় থেকে সোমবার সকালে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়।
উল্লেখ্য, মোদী পদবি অবমাননা মামলায় রাহুলকে গত মার্চ মাসে দোষী সাব্যস্ত করেছিল সুরাতের আদালত। আদালতের রায়ে গত মে মাসে সাংসদপদে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তবে, শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়, “সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য বিচারক কোনো কারণ দেখাননি। চূড়ান্ত রায়ের জন্য দোষী সাব্যস্ত হওয়ার আদেশ স্থগিত রাখা দরকার”।
সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তের পরই রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার রাস্তা সুগম হয়। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের চিঠি এবং পুনরায় তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার আবেদন-সহ বিভিন্ন নথি শনিবারই কংগ্রেসের তরফে সংসদে পাঠানো হয়।