প্রথম পাতা খবর রাহুল নরবেকর মহারাষ্ট্রের নতুন স্পিকার নির্বাচিত হলেন

রাহুল নরবেকর মহারাষ্ট্রের নতুন স্পিকার নির্বাচিত হলেন

51 views
A+A-
Reset

বিজেপি বিধায়ক রাহুল নরবেকর মহারাষ্ট্রের নতুন স্পিকার নির্বাচিত হলেন। তাঁর পক্ষে ভোট পড়েছে ১৬৪টি। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিধায়করা বিজেপি প্রার্থীকেই ভোট দিয়েছেন। তিনি হারান রত্নাগিরির শিবসেনার বিধায়ক রঞ্জন সালভিকে। তাঁর পক্ষে ভোট পড়েছে ১০৭টি।

জানা গিয়েছে, সমাজবাদী পার্টির একজন বিধায়ক ভোটদান থেকে বিরত ছিলেন। এসবি-র ২ বিধায়ক কাউকে ভোট দেননি। আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এর দুই বিধায়কও মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচনে ভোটদানে বিরত থাকেন।

আরও পডুন: দিদিকে বলো’র ধাঁচে ‘বিধায়ককে বলো’ কর্মসূচি

এর আগে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার ছিলেন কংগ্রেসের নানা পাটোলে৷ তিনি দল ছেড়ে দেওয়ায় স্পিকার পদটি ফেব্রুয়ারি থেকে খালি পড়ে৷ স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল সভার কাজ পরিচালনা করছিলেন৷ তবে আস্থা ভোটের আগে স্পিকার নির্বাচনে উঠে-পড়ে লাগেন নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে৷ সেই মতো এদিন সকাল ১১টায় শুরু হয় ভোটদান৷

আগামিকাল আস্থা ভোটের আগে স্পিকার নির্বাচনে জয় বিজেপি-শিণ্ডে শিবিরকে অনেকটাই স্বস্তিতে রাখল৷এদিকে, অধ্যক্ষ নির্বাচনে উদ্ধব শিবির সংখ্যাত্ত্বের বিচারে পিছিয়ে থাকলেও তাঁদের প্রাথী শতাধিক ভোট পাওয়ায় হারের মধ্যেও আশা দেখছেন সঞ্জয় রাউতরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.